ঢাকা , শনিবার, ১২ জুলাই ২০২৫ , ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

নালিতাবাড়ীতে জামায়াতে ইসলামী’র নির্বাচনী পথসভা অনুষ্ঠিত


আপডেট সময় : ২০২৫-০৭-১১ ১৬:৩৫:১০
নালিতাবাড়ীতে জামায়াতে ইসলামী’র নির্বাচনী পথসভা অনুষ্ঠিত নালিতাবাড়ীতে জামায়াতে ইসলামী’র নির্বাচনী পথসভা অনুষ্ঠিত
 
 
তানিম আহমেদ নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি-

 
শেরপুরের নালিতাবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে উপজেলা শহীদ মুক্তিযোদ্ধা মঞ্চে এ সভার আয়োজন করা হয়। পরে তালতলা বাজার (যোগানীয়া ইউনিয়ন) ও নকলা হাসপাতাল মোড়ে আরও দুটি পথসভার মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

 
নালিতাবাড়ী উপজেলা জামায়াতের সেক্রেটারি শাহাদাত হোসেন বিএসসির সঞ্চালনায় এবং উপজেলা আমীর মাওলানা আফসার উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত পথসভায় প্রধান অতিথি ছিলেন, শেরপুর জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপি।

 
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য ডা. আনোয়ার হোসেন, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ফারদিন হাসান হাসিব, নকলা উপজেলা আমীর মাওলানা গোলাম সারোয়ার, নালিতাবাড়ী উপজেলা শ্রমিককল্যাণ ফেডারেশনের সভাপতি আবু মোহাম্মদ জুবায়ের, নকলা উপজেলা শ্রমিককল্যাণ ফেডারেশনের সভাপতি লুৎফর রহমান ফিরোজ এবং নালিতাবাড়ী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ওমর ফারুকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 
বক্তব্যে গোলাম কিবরিয়া ভিপি বলেন, “দলীয় প্রতীক ন্যায়-ইনসাফের প্রতীক ‘দাঁড়িপাল্লা’কে বিজয়ী করে এই নকলা  নালিতাবাড়ী  অঞ্চলের জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।” তিনি নকলা-নালিতাবাড়ীকে একটি বৈষম্যহীন ও উন্নত এলাকায় রূপান্তরের অঙ্গীকার করেন।

 
তিনি তার নির্বাচনী প্রতিশ্রুতিতে উল্লেখ করেন: শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, খেলাধুলা, নাগরিক সুবিধা, যোগাযোগ অবকাঠামো, পর্যটন উন্নয়ন, হাতী-মানুষের সহাবস্থান নিশ্চিতকরণ, শহর রক্ষা বাঁধ, দ্বিতীয় ভোগাই সেতু, নারায়ণখলা ও পিয়ারপুর সেতু নির্মাণ, নকলা ফায়ার সার্ভিস স্টেশন চালু, নকলা-নালিতাবাড়ীতে স্টেডিয়াম স্থাপন, মসজিদগুলোকে সকালের মক্তবে রূপান্তর, পাহাড়ি জনগোষ্ঠীকে জনসম্পদে পরিণত করা এবং অন্যান্য ধর্মাবলম্বীদের সম্মান ও নাগরিক সুবিধা নিশ্চিতকরণসহ নানা উন্নয়ন পরিকল্পনার কথা বলেন।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ