তারেক রহমানের সাথে সাক্ষাতের আমন্ত্রণ পেল জুলাই আন্দোলনে নিহত বিপ্লব হাসানের পরিবার
আপডেট সময় :
২০২৫-০৭-১০ ২৩:০৬:৩৩
তারেক রহমানের সাথে সাক্ষাতের আমন্ত্রণ পেল জুলাই আন্দোলনে নিহত বিপ্লব হাসানের পরিবার
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাতের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে ময়মনসিংহের গৌরীপুরে জুলাই আন্দোলনে শহীদ হওয়া ছাত্রদল নেতা বিপ্লব হাসানের পরিবারকে।
বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেলর নেতৃত্বে ছাত্রদলের একটি প্রতিনিধি দল উপজেলার চূড়ালি গ্রামে বিপ্লব হাসানের বাড়িতে এসে তার বাবা বাবুল মিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করে তারেক রহমানের আমন্ত্রণপত্র তুলে দেন। পরে ছাত্রদল নেতারা শহীদ বিপ্লব হাসানের কবর জিয়ারত করে তার রুহের মাগফেরাত কামনা করে দোয়ায় অংশ নেন।
ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল বলেন, ছাত্রজনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানে প্রথম বার্ষিকী উপলক্ষে জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদ হওয়া ছাত্রদলের নেতা-কর্মীদর স্মরণে আগামী ১২ জুলাই রাজধানী ঢাকার গুলশানে লেক শোর গ্র্যান্ড হোটেলের লা-ভিটা হলে স্মরণসভার আয়োজন করা হয়েছে। সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদ পরিবারের সদস্যদের সাথে ভার্চুয়াল সাক্ষাতে মিলিত হবে।
শহীদ বিপ্লব হাসান গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়ন ছাত্রদলের সদস্য। গত বছরের ২০ জুলাই গৌরীপুর কলতাপাড়া বাজারে ছাত্র-জনতার আন্দোলনের সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে মারা যান। তিনি উপজেলার চুড়ালী গ্রামের বাবুল মিয়ার ছেলে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স