স্টাফ রিপোর্টার
অনৈতিক ও অমানবিক কাজের আইনগত ব্যবস্থা গ্রহণের সহায়তা চেয়ে চিহ্নিত প্রতারক ও একাধিক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী কামাল প্রধানের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে লিখিত অভিযোগ দায়ের করেছে জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশনের সাবেক সভাপতি সুলতান মাহমুদ।
অভিযোগে জানা যায়, বন্দর থানার বাগবাড়ি এলাকার আবুল প্রধানের কুখ্যাত ছেলে প্রতারক কামাল প্রধান সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পর্শ্চিম পাড়া মাজার রোড এলাকায় ভাড়া বাসায় বসবাস করে ভুয়া কয়েকটি ফেইসবুক আইডি ও নিজ আইডি থেকে বিভিন্ন মানুষের বিরুদ্ধে অপপ্রচার চালায় এবং সুলতান মাহমুদের সহ তার সংগঠনের নামে নানা রকম আজেবাজে কথা মামলার হুমকী মিথ্যা অপবাদ আ-কথা কু-কথা রটাচ্ছে কামাল।
এছাড়া বিভিন্ন অনলাইন পোর্টালে ও পত্রিকায় টাকার বিনিময়ে মিথ্যা সংবাদ করিয়ে সেগুলো বিভিন্ন মানুষকে এবং সুলতানের পরিবারের সদস্যদের সহ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে তার সম্মানহানী ও ব্যবসায়িক ক্ষতি করছে। কামালের বিরুদ্ধে থানায় জিডি ও অভিযোগ করার পরেও কোনো ফল না পাওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সহ আইন শৃঙ্খলা বাহিনীর নিকট গত ৩ জুলাই সুলতান মাহমুদ এই অভিযোগ দায়ের করে।
উল্লেখ্য যে, প্রতারক কামাল প্রধান জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ছিল এবং আর্থিক লেনদেনে সমস্যা তৈরিসহ বিভিন্ন মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা মোকদ্দমার চাঁদার টাকার ভাগ বাটোয়ারা নিয়ে জেলা কমিটির সভাপতি সুলতান মাহমুদের অন্তর্দ্বন্দ্ব তৈরি হয়। পরবর্তীতে ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশনের প্যাডে কামালকে বহিস্কার করে সুলতান। এরপর থেকেই দুই ঘনিষ্ঠ বন্ধুর মধ্যে ফাটল সৃষ্টি হয় এবং সম্প্রতি সিদ্ধিরগঞ্জের একটি মামলায় আর্থিক লেনদেন নিয়ে সুলতান ও কামালের মধ্যে বিবাদ সৃষ্টি হলে কামাল বিভিন্ন ভুয়া ফেইসবুক ফেক আইডি খুলে সুলতানের বিরুদ্ধে অপপ্রচার চালালে অবশেষে কামালের বিরুদ্ধে এ্যাকশনে যাচ্ছে সুলতান।