ঢাকা , বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫ , ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

প্রায় এক মাসের বৃষ্টিতে রায়গঞ্জের জনজীবন বিপর্যস্ত


আপডেট সময় : ২০২৫-০৭-০৯ ২২:০১:৫০
প্রায় এক মাসের বৃষ্টিতে রায়গঞ্জের জনজীবন বিপর্যস্ত প্রায় এক মাসের বৃষ্টিতে রায়গঞ্জের জনজীবন বিপর্যস্ত
 
 
মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জ: সেই আষাঢ় মাসের প্রথম থেকে আজ পর্যন্ত থেমে থেমে টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে সিরাজগঞ্জের রায়গঞ্জের জনজীবন। বেড়েছে সাধারণ মানুষের দুর্ভোগ। বিশেষ করে মাদ্রাসা স্কুল ও কলেজগামী শিক্ষার্থীদের।


উপজেলার নিমগাছি, চান্দাইকোনা, ধানগড়া ও পাঙ্গাসী বাজারের প্রধান প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি প্রায় সবখানে পানি ও কাদা জমে চলাচলে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও কর্মজীবী নিম্ন আয়ের মানুষেরা। এরই মধ্যে বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত কখনো ভারী আবার কখনো হালকা বৃষ্টি হয় সারাদিন।


বুধবার সরেজমিনে কিছু এলাকা ঘুরে দেখা যায়, উপজেলার বিভিন্ন হাট বাজার এলাকার প্রধান প্রধান সড়কে পানি জমে আছে। ফলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এদিকে যানবাহন চলাচলেও ভোগান্তিতে পড়তে হয়।


উপজেলার হাটপাঙ্গাসী দাখিল মাদ্রাসার পরীক্ষার্থী সুমাইয়া বলেন, বৃষ্টির কারণে পরীক্ষা দিতে মাদ্রাসায় যেতে একটু ভিজেও গেছি। এদিকে এমন আবহাওয়া কম-বেশি আরো দুই এক দিন অব্যাহত থাকতে পারে বলে জানা যায় বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত আবহাওয়া তথ্যসূত্রে।





 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ