ফুলবাড়ী উপজেলার উত্তর লক্ষীপুর এতিম খানার টাকা উত্তোলন করে আত্মসাৎ
আপডেট সময় :
২০২৫-০৭-০৯ ১৬:৪৩:২৮
ফুলবাড়ী উপজেলার উত্তর লক্ষীপুর এতিম খানার টাকা উত্তোলন করে আত্মসাৎ
ফুলবাড়ী উপজেলার উত্তর লক্ষীপুর এতিম খানার টাকা উত্তোলন করে আত্মসাৎ
মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি- ফুলবাড়ি উপজেলার খয়েরবাড়ি ইউপি’র উত্তর লক্ষীপুর ছালেহিয়া এতিমখানা লিল্লাহ বোডিং ও এতিম খানা মাদ্ধসঢ়;রাসায় সরকারের বরাদ্দ্যকৃত ১ লক্ষ ৯২ হাজার টাকা উত্তোলন করে আত্মসাতের অভিযোগ।
ফুলবাড়ী উপজেলার উত্তর লক্ষীপুর এতিম খানার সভাপতি ছিলেন, মোঃ জসিম উদ্দীন। ৫ই জুলাই আগষ্ট এর ফ্যাসীবাদ আওয়ামীলীগ সরকার পতন হওয়ার পর ঐ এতিমখানার সভাপতিকে সরিয়ে দেন স্থানীয় দলীয় লোকজন। পরবর্তীতে ঐ এতিম খানার সভাপতি হন মোঃ আনোয়ার হোসেন চৌধুরী।
তিনি ফুলবাড়ী সমাজ সেবা অফিসের সহযোগীতায় ঐ এতিমখানার সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। তিনি দায়িত্বভার গ্রহণ করার পর এতিমখানার বরাদ্দ্যকৃত ১ লক্ষ ৯২ হাজার টাকা গত জানুয়ারী ২০২৫ইং তারিখে উত্তোলন করেন। কিন্তু এতিমখানার এতিমদের উত্তোলনকৃত টাকা সঠিক ভাবে এতিমদের পিছনে খরচ না করে নিজেই আত্মসাৎ করেন বলে অভিযোগ উঠেছে।
এই ঘটনায় স্থানীয় লোকজন এতিমখানায় তালা লাগিয়ে দেন। এতিমখানায় কাগজ কলমে ১৬ জন এতিম দেখানো হয়েছে। আসলে এই এতিম খানায় ০৫ জন এতিম রয়েছে। ঐ এতিম খানার নামে ৩ বিঘা ২০ শতক জমি রয়েছে তারও কোন সঠিক হিসাব নেই। ১৫ বছর ধরে ঐ এতিমখানাটি পরিচালনা করা হচ্ছে।
ফুলবাড়ী উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ আখতারুজ্জামন এর সাথে কথা বললে তিনি জানান, মোঃ আনোয়ার হোসেন চৌধুরী ঐ বরাদ্দ্যের টাকা অনেক আগেই উত্তোলন করেন। পরবর্তীতে ঐ টাকা তিনি কোথায় ব্যয় করেছেন তা আমার জানা নেই।
এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলীর সাথে কথা বললে তিনি জানান, এ বিষয়ে আমার করনীয় কিছু নেই। এটা সমাজ সেবা কর্মকর্তার বিষয়। তিনি এ বিষয়ে ভালো জানেন। সাবেক সভাপতি মোঃ আনোয়ার হোসেন চৌধুরীর মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
লক্ষীপুর এলাকার প্রাবীন ব্যক্তি মোঃ সোলিম আকন্দ, মোঃ হেলাল উদ্দীন, মোঃ হাসেন, নারায়নপুর গ্রামে ওসমান মিয়া বলেন, এলাকার মানুষ এতিমদের জন্য এখানে প্রতিষ্ঠানটি গড়ে তোলেন কিছু খারাপ ব্যক্তির কারণে প্রতিষ্ঠানটি নষ্ট হয়ে গেছে। এখান প্রতিষ্ঠানটি টিকিয়ে রাখতে আমরা নতুন কমিটি গঠন করছি। এর পর প্রতিষ্ঠানটি সঠিক ভাবে পরিচালনা করা হবে। যারা এই এতিমদের টাকা আত্মসাৎ করেছেন তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করা দরকার।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স