ঢাকা , বুধবার, ০৯ জুলাই ২০২৫ , ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সলঙ্গায় সড়ক দুর্ঘটনায় পিতা ও পুত্র নিহত


আপডেট সময় : ২০২৫-০৭-০৮ ১৯:৩৩:৫৪
সলঙ্গায় সড়ক দুর্ঘটনায় পিতা ও পুত্র নিহত সলঙ্গায় সড়ক দুর্ঘটনায় পিতা ও পুত্র নিহত
 

মোঃ আখতার হোসেন হিরন, স্টাফ রিপোর্টার- সিরাজগঞ্জের সলঙ্গায় আজ মঙ্গলবার (৮জুলাই) ভোরে হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের চড়িয়া মধ্যপাড়া নুরজাহান হোটেলের সামনে সড়ক দুর্ঘটনায় পিতা ও পুত্র নিহত হয়েছে। এঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছে।

 
নিহত পরিবারের পক্ষ থেকে জানা যায়, সলঙ্গার পুরানবেড়া গ্রামের বৃদ্ধ বাবা আব্দুল মান্নান খন্দকারকে চিকিৎসার জন্য তার দুই ছেলে জুয়েল এবং রাসেল অটোগাড়ীতে হাসপাতালে নেবার পথে উক্ত স্থানে পৌঁছালে বনপাড়াগামী একটি ট্রাকের ধাক্কায় বৃদ্ধ পিতা আব্দুল মান্নান (৭২) ছোট পুত্র জুয়েল রানা (৩০) ঘটনাস্থলে মৃত্যু বরণ করেন। স্থানীয়রা বড় পুত্র রাসেলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

 
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ জানান, সকালে দূর্টনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করে থানায় এনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে পুলিশ পৌঁছার আগেই ট্রাকের ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ