ঢাকা , বুধবার, ০৯ জুলাই ২০২৫ , ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

পটিয়ায় পরীক্ষা কেন্দ্রে সাপের কামড়, হাসপাতালে পরীক্ষার্থী।


আপডেট সময় : ২০২৫-০৭-০৮ ১৭:৩১:৩৩
পটিয়ায় পরীক্ষা কেন্দ্রে সাপের কামড়, হাসপাতালে পরীক্ষার্থী। পটিয়ায় পরীক্ষা কেন্দ্রে সাপের কামড়, হাসপাতালে পরীক্ষার্থী।


এম মনির চৌধুরী রানা- চট্টগ্রামের পটিয়া উপজেলার হুলাইন ছালেহ নুর কলেজর ছাত্র বোরহান উদ্দিন সাগর (১৯) এইবারের এইচএসসি পরীক্ষার্থী।শিডিউল অনুযায়ী গতকাল ৭ই জুলাই সোমবারের পরীক্ষায় অংশগ্রহণ করেন একই উপজেলার জিরি ইউনিয়নের খলিল-মীর ডিগ্রী কলেজর পরীক্ষা কেন্দ্রে।


পরীক্ষার্থী বোরহান উদ্দিন সাগর বলেন, অন্ধকার আচ্ছন্ন আমার হল রুম, একটি মাত্র বাল্ব আলোর জন্য জানালা খুলতে গেলে জানালার সাথে থাকা সাপ আমার হাতে কামড় দেয়।


এরপরও আমি পরীক্ষা দিতে চাইলে পরীক্ষার পর্যবেক্ষক ও দায়িত্ব প্রাপ্ত শিক্ষক বলেন, পরবর্তীতে পরীক্ষা দেবার সুযোগ থাকবে, তুমি আগে হাসপাতালে যাও। আশ্বাস পেয়ে হাসপাতাল থেকে চিকিৎসা সেবা নিয়ে পুনরায় পরীক্ষার হলরুমে প্রবেশ করে পরীক্ষা দিতে থাকি। তখন পরীক্ষা শেষ হবার ১৫মিনিট বাকী। পরীক্ষার নির্ধারিত সময় শেষ হবার সাথে সাথে কর্তপক্ষ আমার খাতাটি নিয়ে নেয়। আমি অনুরোধ করলে, বলেন বোর্ডের নির্দেশ নাই। এমসিকিউ সম্পন্ন করতে পারলেও সৃজনশীল লিখতে পারি নাই।


বর্তমান সে (সোমবার রাত ১০টা) পটিয়া হাসপাতালের ৩ তলায় (৩নং বেডে) চিকিৎসাধীন আছে। কর্তব্যরত চিকিৎসক ডা. নওশদ বলেন, সাপে কামড়ানো এইচএসসি পরীক্ষার্থী হাসপাতালে ভর্তি আছেন।তাকে ২৪ঘন্টা অবজারভেশনে রাখা হবে। সাপে কাটার প্রাথমিক লক্ষণ দেখে চিকিৎসা সেবা দেয়া হবে।


খলিল মির ডিগ্রি কলেজের অধ্যক্ষ মেজবাহ উদ্দিন বলেন, হাসপাতাল হতে সে প্রাথমিক চিকিৎসা সেবা নিয়ে বেলা  ১২টা৩০মিনিটে কেন্দ্রে ফিরে আসলে তাকে মানবিক কারণে নির্ধারিত সময়ে পরীক্ষা দেবার সুযোগ দেয়া হয়।পরীক্ষায় অংশগ্রহণ করে  সে যথাসময়ে খাতা জমা দেন।শিক্ষা বোর্ডের আইনের বাহিরে আমাদের কিছুই করার নাই। যার ফলে তাকে অতিরিক্ত সময়ে পরীক্ষা দেবার সুযোগ নাই।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ