ঢাকা , মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫ , ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

পটিয়া চন্দনাইশ নতুন ওসি নুরুজ্জামান ও গোলাম সরওয়ার


আপডেট সময় : ২০২৫-০৭-০৭ ২৩:০১:০১
পটিয়া চন্দনাইশ নতুন ওসি নুরুজ্জামান ও গোলাম সরওয়ার পটিয়া চন্দনাইশ নতুন ওসি নুরুজ্জামান ও গোলাম সরওয়ার


এম মনির চৌধুরী রানা 


চট্টগ্রামের বোয়ালখালী ও চন্দনাইশ থানায় অফিসার ইনচার্জকে (ওসি) বদলি করা হয়েছে। পাশাপাশি পটিয়া থানায় নতুন ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. নুরুজ্জামান। সোমবার (৭ জুলাই) চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ জারি হয়। প্রজ্ঞাপন অনুসারে, বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ারকে চন্দনাইশ থানায় এবং চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ মো. নুরুজ্জামানকে পটিয়া থানায় বদলি করা হয়েছে।


জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাঠপর্যায়ে দক্ষতা নিশ্চিত করতে এই রদবদল করা হয়েছে।
সম্প্রতি পটিয়া এলাকায় পুলিশ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। ওই সময় ছাত্রলীগের রাঙামাটি জেলা সভাপতিকে নিয়ে সংঘর্ষ ও গ্রেপ্তারের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দিনভর অবরোধ চলায় জনসাধারণের দুর্ভোগ চরমে পৌঁছায়। ঘটনার পরপরই পটিয়া থানার তৎকালীন অফিসার ইনচার্জ (ওসি) জাহেদ নুরকে প্রত্যাহার করে নেওয়া হয়। তার জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে চন্দনাইশ থানা থেকে বদলি হওয়া ওসি নুরুজ্জামানকে।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ