ঢাকা , মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫ , ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

গৌরীপুরে সরকারি গাছ কেটে বিক্রির অভিযোগে ‘বড় অফিসারখ্যাত’ বন প্রহরী বরখাস্ত!


আপডেট সময় : ২০২৫-০৭-০৭ ২২:০৯:৪১
গৌরীপুরে সরকারি গাছ কেটে বিক্রির অভিযোগে ‘বড় অফিসারখ্যাত’ বন প্রহরী বরখাস্ত! গৌরীপুরে সরকারি গাছ কেটে বিক্রির অভিযোগে ‘বড় অফিসারখ্যাত’ বন প্রহরী বরখাস্ত!


গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে বনবিভাগের কথিত ‘বড় অফিসারখ্যাত বন প্রহরী’ মেহেদী হাসান রনির বিরুদ্ধে শনিবার (৫জুন) সরকারি গাছ কেটে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গৌরীপুর এসএফএনটিসির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লুৎফর রহমানের তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা সাময়িক বরখাস্ত করেন।


বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ বিভাগীয় সহকারী বন কর্মকর্তা মোঃ সাদেকুল ইসলাম। তিনি জানান, গৌরীপুরের বন প্রহরী মেহেদী হাসানের বিরুদ্ধে গাছ কেটে বিক্রি করার ঘটনায় জড়িত থাকার সত্যতায় ও তদন্ত প্রতিবেদন সাপেক্ষে ১৯২৭ সালের বন আইন অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।


এর আগে, গৌরীপুর এসএফএনটিসির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লুৎফর রহমান বনপ্রহরী মেহেদী হাসান রনি অবৈধভাবে ৩টি গাছ কর্তন করে সাড়ে ১৬হাজার টাকায় বিক্রির বিষয়টি সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে এ বিষয়ে বিভাগীয় বন কর্মকর্তার নিকট লিখিত তদন্ত প্রতিবেদন প্রেরণ করা হয়েছে। এ ঘটনা আর কেউ জড়িত নয়।


এর আগে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের গৌরীপুর-শ্যামগঞ্জ সড়কে ০৩টি গাছ কর্তন করে বিক্রয় করা হয়। শনিবার সন্ধ্যায় বিক্রিত কাটা গাছ জব্দ করেন সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা।


সোমবার (৭ জুলাই) তিনি বলেন, রাস্তার কাটা গাছ জব্দ করা হয়েছে। এর সাথে কারা জড়িত রয়েছে, তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) গৌরীপুর উপজেলার যুগ্ম আহ্বায়ক এডভোকেট মো. সাখাওয়াত হোসেন তসলিম জানান, সরকারি গাছ কাটতে দেখে আমি ও এলাকাবাসী আটকে দেই। উপজেলা প্রশাসনকে খবর দেয়ার পর গাছগুলো জব্দ করে। পরে জানতে পেরেছি উপজেলা শ্রমিক দলের সভাপতি ও গৌরীপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার মো. শহিদুল্লাহ এ গাছ কেটে বিক্রি করছিলো।


এদিকে সোমবার (৭ জুলাই) সরকারি রাস্তার গাছ কাটার চোর সিনিন্ডকেটের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে সুজন (সুশাসনের জন্য নাগরিক) আহ্বায়ক রিয়াজুল হাসনাত ও যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন তসলিম উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দায়ের করেন।


গাছ কাটায় নিয়োজিত শ্রমিক আব্দুল হামিদ, রানা ও মুরাদ হোসেন জানান, মেহেদি স্যার আমাদেরকে নিয়ে আসছেন। তাদের বাড়ি উপজেলার ডৌহাখলা ইউনিয়নের কলতাপাড়ায়। তারা মেহেদী স্যারের নির্দেশে গাছ কাটছেন। এ দিকে মেহেদি হাসানের বিরুদ্ধে গৌরীপুর উপজেলার কলতাপাড়া সড়ক, শাহগঞ্জ সড়ক, শ্যামগঞ্জ সড়ক ও বন বিভাগের সাথে দেয়ালঘেঁষে থাকা গাছসহ শতাধিক গাছ কেটে বিক্রির জনশ্রুতি রয়েছে।


গাছকাটা প্রসঙ্গে উপজেলার দৌলতপুর গ্রামের আব্দুল আলীর পুত্র লাল মিয়া বেপারী জানান, বনবিভাগের লোক আমাকে মোবাইলে কল দিয়ে গাভীশিমুল নিয়ে যায়। সেখানে ২নং গৌরীপুর ইউনিয়ন পরিষদের মেম্বার মো. শহিদুল্লাহ’র উপস্থিতিতে গাছের দাম নির্ধারণ করা হয়। প্রথম ১৫হাজার টাকা আমি মেম্বারের নিকট দেই, সে টাকা আমার সামনেই বনবিভাগের বড় অফিসারের (বন প্রহরী মেহেদী হাসান রনি) নিকট দিয়ে দেন মেম্বার। ওই মেহেদী স্যারের নিকট পরে আরও ১৫শ টাকা আমি দিয়েছি।


লাল মিয়া বেপারী এ প্রসঙ্গে আরও বলেন, গাছসহ আমাকে উপজেলায় নিয়ে আসে। দুতলা থেকে মেডাম (সহকারী কমিশনার ভূমি) বলছে ১০মিনিটের মধ্যে উনার টাকা ফেরত দাও। এরপরে মেহেদী আমার হাতে প্রথমে ১৫হাজার টাকা ও পরে আরেকজনের নিকট থেকে এনে ২হাজার টাকা দিয়েছে। গাছ আনা-নেয়ার পরিবহন খরচে আমার আরও ক্ষতি হয়েছে।


উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. শহিদুল্লাহ জানান, বনবিভাগের কর্মকর্তা (কথিত) মেহেদী হাসান রনি আমার সামনে লাল মিয়া বেপারীর সাথে গাছের দরদাম করেন। তিনি উপস্থিত সবাইকে বলেছেন, ঝড়েপড়ে যাওয়া এ গাছ কাটার পারমিশন আছে। গাছের দাম ১৬হাজার ৫শ টাকা নির্ধারিত হয়। আমার নিকট বেপারী টাকা গুণে দেয়ার জন্য ১৫হাজার টাকা দেয়। তাৎক্ষনিক সেই টাকা সবার সামনেই বনকর্মকর্তার নিকট দিয়ে দেই।


এ টাকা গণনা করাই ছিলো আমার অপরাধ! তিনি আরও বলেন, আমি গাছ কাটিও নাই বা গাছ বিক্রিও করি নাই। আমি রাজনীতি করি এবং জনপ্রতিনিধিও। প্রতিপক্ষরা আমাকে হেয়প্রতিপন্ন করতেই অপপ্রচার চালাচ্ছে। 
এ দিকে গৌরীপুর বনবিভাগের বনপ্রহরী মেহেদী হাসান রনি’র সাথে মুঠোফোনে কল দেয়ার পর বলেন তিনি অফিসে আসেন। এক মিনিটের মধ্যে এ প্রতিনিধি উপস্থিত হলে অফিসের সামনে জুতা রেখে তিনি লাপাত্তা হয়ে যান।





 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ