ঢাকা , মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫ , ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ত্রিশালে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে ইত্তেফাকুল উলামা


আপডেট সময় : ২০২৫-০৭-০৭ ১২:০৫:৩৯
ত্রিশালে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে ইত্তেফাকুল উলামা ত্রিশালে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে ইত্তেফাকুল উলামা
 
 
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি  
 
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সাখুয়া ইউনিয়নের নওপাড়া গ্রামে গত বুধবার সকালে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে অগ্নিকান্ডে ছয়টি পরিবারের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। এঘটনায় ওই পরিবারগুলোর বসতবাড়ী, আসবাপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

 
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা হলেন, নওপাড়া গ্রামের আব্দুস ছালামের ছেলে ইব্রাহিম খলিল, হারুনর রশীদ, রনি, মোহাইমিন, মৃত হাকিম উদ্দিনের ছেলে গোলাম মোস্তফা ও মৃত আক্কাস আলীর স্ত্রী আকিমুননেছা। 

 
রোববার (৭ জুলাই) ঘটনাস্থল পরিদর্শন করেন, অরাজনৈতিক সংগঠন ইত্তেফাকুল উলাম ত্রিশাল উপজেলা শাখার নেতৃবৃন্দ। এসময় তারা ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে কথা বলে সান্তনা দেন এবং নগদ আর্থিক সহয়তা প্রদান করেন।


এসময় ইত্তেফাকুল উলাম ত্রিশাল উপজেলা শাখার সভাপতি মাওলানা ইখলাস উদ্দিন, সাধারণ সম্পাদক মুফতি জহিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মাহবুব হাসান, সহ-সাধারণ সম্পাদক মুফতি আতিকুর রহমান নোমানী, সাংগঠনিক সম্পাদক মাওলানা তোফায়েল আহমেদ, শিক্ষা সম্পাদক মাওলানা আবু হানিফ মাহমুদ, অর্থ সম্পাদক মোঃ মমিনুল ইসলাম, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, সম্মানিত সদস্য মুফতি আবু ইউসুফ আহমদী প্রমূখ।

 
ইত্তেফাকুল উলাম ত্রিশাল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি জহিরুল ইসলাম বলেন, এ সংগঠনটি একটি অরাজনৈতিক প্লাটফর্ম। দেশ ও জাতীর যেকোন ক্লান্তিকালে সাধ্যানুযায়ী সবসময় সকলের পাশে দাড়ানোর চেষ্টা করি।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ