তাহিরপুর ছাত্রদল নেতা আশিকুলের মদের বোতল নিয়ে ভিডিও ভাইরাল
তাহিরপুর ছাত্রদল নেতা আশিকুলের মদের বোতল নিয়ে ভিডিও ভাইরাল
বিশেষ প্রতিনিধি : তাহিরপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহব্বায়ক আশিকুল মিয়ার মাদকের ভুতল সামনে নিয়ে মাদক সেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
কয়েকদিন ধরে ফেইসবুকের বিভিন্ন পেইজে প্রকাশিত ওই ভিডিওতে দেখা যায়, ছাত্রদলের যুগ্ম আহব্বায়ক আশিকুল মিয়া মদের ভুতল সামনে নিয়ে বসে প্রকাস্যে মাদক সেবন করছেন। আশিকুল দলের প্রভাব বিস্তার করে শুধু মাদক সেবন নয় মাদক ব্যাবসা করে যুব সমাজকে ধ্বংসের পাশাপাশি মাহরাম নদী থেকে বালু লোট করে দেশের বিভিন্ন স্থানে পাচার করে থাকে। ইতিমধ্যে প্রশাসনের লোকজন তাকে ধরতে অভিযান পরিচালনা করেছেন।
স্থানীয় নেতাকর্মী এলাকার সাধারন মানুষ বলেন, আশিকুল একজন মাদক ব্যাবসায়ীর পাশাপাশি মাদক সেবনকারী, সে ক্ষমতার দাপট দেখিয়ে এলাকায় বিভিন্ন অপরাধ সংগঠিত করছে।সে এলাকার যুব সমাজকে ধ্বংস করে ফেলবে।সে মাহরাম নদীর উৎসস্থল থেকে বালি লুট করে দেশের বিভিন্ন স্থানে পাচার করে থাকে। সে বিভিন্ন নৌকায় করে রাতের আধারে মাদক পাচার করে থাকে। আমরা এলাকাবাসী চাই এই সকল মাদক সেবী এবং মাদক কারবারীদের আইনশৃঙ্খলা বাহিনি দ্রুত গ্রেফতার করে এলাকাকে শান্ত করবেন।
আশিকুল মিয়ার মোবাইল নাম্বারে ফোন দিলে নাম্বারটি সংযোগ না হওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
তাহিরপুর থানা চৌকস ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন বলেন, মাদক কারবারী আর মাদক সেবনকারী যেই হোক না ক্যান তাকে আইনের আওতায় আনা হবে।কোন ক্রমেই মাদক ব্যাবসায়ী এবং মাদক সেবনকারীকে ছাড় দেওয়া হবেনা।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স