ঢাকা , শনিবার, ০৫ জুলাই ২০২৫ , ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

দেশবাসীকে তরুণ ও বিকল্প নেতৃত্ব বেছে নিতে আহ্বান এনসিপি'র


আপডেট সময় : ২০২৫-০৭-০৪ ১৬:২২:৫৭
দেশবাসীকে তরুণ ও বিকল্প নেতৃত্ব বেছে নিতে আহ্বান এনসিপি'র দেশবাসীকে তরুণ ও বিকল্প নেতৃত্ব বেছে নিতে আহ্বান এনসিপি'র

 

রুবেল ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম দেশবাসীকে তরুণ ও বিকল্প নেতৃত্ব বেছে নিতে আহ্বান করেছেন।

 

দেশ গড়তে জুলাই পদযাত্রার কর্মসূচীর অংশ হিসেবে ঠাকুরগাঁও বাসস্ট্যান্ডে শুক্রবার ২ টার দিকে জেলা শহরের আর্টগ্যালারি মডেল মসজিদে নামাজ শেষে উপস্থিত জনতার উদ্দেশ্যে এ আহ্বান করেন তিনি।

 

এনসিপি নেতা নাহিদ ইসলাম বলেন, প্রিয় বন্ধুগণ আমরা জানি জুলাই আগস্টে ফ্যাসিস্ট শ্বৈরাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে উঠেছিলো। এখানে হাজার হাজার শিক্ষার্থীরা রাজপথে নেমে এসেছিলো। তারা আহত ও শহীদ হয়েছে। আমরা তাদের স্মরণ করছি ও শ্রদ্ধা জানাচ্ছি।

 

তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টি জুলাই গণঅভ্যূতত্থানে যে নতুন বাংলাদেশের স্বপ্ন একটি বৈষম্যহীন গণতান্ত্রীক বাংলাদেশ। কৃষক শ্রমিক, ছাত্র-জনতার বাংলাদেশ, ইনসাফেরর ও মর্যাদার বাংলাদেশ। সেই বাংলাদেশর জন্য লড়াই করছে।

 

তিনি আরও বলেন, আমরা মনে করি ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এখনো হয়নি। আগের সিস্টেম রয়ে গিয়েছে। ফলে সেই সিস্টেমকে বিলোপ করে নতুন দেশ গঠনের লক্ষ্যেই এই নতুন পার্টি ও আমাদের কর্মসূচী। এনসিপির কার্যক্রম সারা দেশে চলছে। আপনারা আমাদের হাতকে শক্তিশালী করবেন। তরুণ  এবং বিকল্প নেতৃত্বকে বেছে নিবেন।

 

তিনি আরও বলেন, এই জুলাই অভ্যূত্থানের ঘোষণাপত্র, মৌলিক সংস্কার, জুলাই গণহত্যার বিচার ও মৌলিক সংস্কার ও নতুন সংবিধানের  জন্য আমরা লড়াই করছি। অবশ্যয় জুলাই ঘোষণাপত্র জুলাই-আগস্টের মধ্যে দিতে হবে বলে জোর দেন তিনি।

 

বিএসএফ কর্তৃক সীমান্ত হত্যা ও পুশইন বিষয়ে কঠোর হুশিয়ারি দিয়ে নাহিদ বলেন, এটা হাসিনার বাংলাদেশ নয়, এটা গণঅভ্যূত্থান পরে ছাত্র-জনতার বাংলাদেশ। বাংলাদেশ পন্থিদের হাতেই বাংলাদেশ চলবে। ফলে যে কোন মূল্যে আমরা সীমান্ত হত্যা বন্ধ করবো।

 

তিনি বলেন, উত্তরবঙ্গে ঠাকুরগাঁওসহ যে অবহেলিত জেলাগুলো রয়েছে এইসব জেলাতে কোন আঞ্চলিক বৈষম্য থাকবেনা, অর্থনৈতিক বৈষম্য থাকবেনা। উন্নয়ন বলতে শুধু ঢাকা কেন্দ্রিক হবেনা। যেদিন এই অবহেলিত জেলাগুলোতে উন্নয়ন হবে। সেদিনই আমাদের কাছে উন্নয়ন গ্রহণযোগ্য হবে।

 

এ সময় উপস্থিত ছিলেন, এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম,  জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, ড. আতিক মুজাহিদ, যুগ্ম মুখ্য সংগঠক আলী নাছের খান, আবু সাঈদ লিওন ও ঠাকুরগাঁও জেলার প্রধান সমন্বয়ক গোলাম মুর্তজা সেলিমসহ স্থানীয় নেতাকর্মীরা।

 

 

 


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ