ঢাকা , শুক্রবার, ০৪ জুলাই ২০২৫ , ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে সিলেট জেলা মহিলা দলের ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০৭-০৪ ১৭:৪৫:৫৫
ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে সিলেট জেলা মহিলা দলের ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে সিলেট জেলা মহিলা দলের ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ


নিজস্ব প্রতিবেদক


বিএনপির চেয়ারপার্সন দেশনায়ক তারেক রহমানের সহধর্মিণী, খ্যাতনামা চিকিৎসক, সিলেটের কৃতিসন্তান ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে ফ্রী মেডিকেল ক্যাম্প করেছে সিলেট জেলা মহিলা দল। মেডিকেল ক্যাম্পে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক দল প্রায় দুই হাজার রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেন এবং তাদের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।


শুক্রবার সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি এলাকায় কোহেল কিচেন রেষ্টুরেন্ট প্রঙ্গণে এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে প্রায় দুই সহস্র মানুষকে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে।


শুক্রবার সকালে সিলেট জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা বিএনপির সহ মহিলা বিষয়ক সম্পাদক তাহসিন শারমিন তামান্নার সভাপতিত্বে এবং জেলা বিএনপির সহ মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক সুলতানা রহমান দিনার সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আগত অতিথিবৃন্দ।


মেডিকেল ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী ও আরিফুল হক চৌধুরী, জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সহ হাজী শাহাব উদ্দিন, ড্যাব সিওমেক শাখার সভাপতি ডা. শামীমুর রহমান, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অধ্যক্ষ ও ড্যাব সিওমেক শাখার সাধারণ সম্পাদক ডা. জিয়াউর রহমান চৌধুরী, গুম হওয়া ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনারের পিতা ডা. মঈন উদ্দিন, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, জেলা বিএনপির উপদেষ্টা গোলাম কিবরিয়া শাহীন, ড্যাব সিওমেক শাখার সাংগঠনিক ডা. মো. শুয়াইব আহমদ সুয়েব, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মুশিকুর রহমান মুহি, সিনিয়র সহ সভাপতি হেলালুজ্জামান হেলাল ও সিলেট জেলা বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক তামিম ইয়াহয়া আহমদ।


মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ডা. জুবাইদা রহমান শুধুমাত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মীনিই কিংবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুত্রবধুই নন, তিনি সিলেটের রত্নগর্ভা সন্তান। দেশ ও জাতির কল্যাণে ডা. জুবাইদা রহমানের পরিবারের অনন্য অবদান রয়েছে।


তাঁর পিতা নৌ বাহিনীর প্রধান ও সাবেক মন্ত্রী ছিলেন, তাঁর চাচা মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন। কিন্ত পতিত স্বৈরাচার আমাদের সিলেটের এই কৃতিসন্তানের প্রতি অন্যায়, অবিচার করেছিল। নিজেদের সাজানো ক্যাঙ্গারো কোর্টে মিথ্যা মামলায় সাজা দিয়েছিল, তাকে দেশে আসতে দেয়নি। আল্লাহ তায়ালা ছাড় দিয়েছিলেন, কিন্তু তাদেরকে ছেড়ে দেননি। আজ সেই স্বৈরাচার নেই, কিন্তু ডা. জুবাইদা রহমান বীরদর্পে দেশের মাটি ঘুরে গেছেন। আমরা সিলেটবাসী হিসেবে ডা. জুবাইদা রহমানকে নিয়ে গর্ববোধ করি।  



অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন- গোলাপগঞ্জ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ, যুবদল নেতা সুফিয়ান খান, সিলেট জেলা মহিলা দল নেত্রী নুরুন্নাহার ইয়াসমিন, জান্নাত জামান চৌধুরী, বিলকিস আক্তার, জলি পুরকায়স্থ, দিবা রানী দে বাবলী, রিমা বেগম, রুমানা বেগম সায়রা বেগম, গোলাপগঞ্জ পৌর শ্রমিক দলের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক শাহজাহান আহমদ, লক্ষনাবন্দ ইউনিয়ন বিএনপির সভাপতি ওলিউর রহমান শামীম, ঢাকা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান উতু, গোলাপগঞ্জ পৌর মহিলা দল নেত্রী রোমানা ইয়াসমিন, লিজু বেগম, তাসলিমা বেগম, রুবিনা বেগম প্রমূখ।


দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান মোস্তফা তৌফিক আহমদ, সিওমেকের ইউরোলজি বিভাগের বিভাগী প্রধান ডা. এম এ আলীম, এনেস্থিসিয়া বিভাগের বিভাগীয় প্রধান ডা. খায়রুল বাশার, সার্জারী বিভাগের সহযোগী আজিজুর রহমান ও সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ, ইএনটির সহযোগী অধ্যাপক শাহ কামাল, কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আদিল মাহমুদ ও চৌধুরী ওমর ফারুক, শিশুরোগ বিশেষজ্ঞ ডা. মো. হেদায়েত হোসেন, ডা. মুহাম্মদ জুয়েল, ডা. মোজাহিদ আহমেদ মাছুম, ডা. ইয়াহইয়া আহমেদ, নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডা. জামিল আহমদ, মেডিসিন বিশেষজ্ঞ ডা. মির্জা মোহাম্মদ মুর্সালিন, ডা. রাকিবুজ্জামান আসাদ, এন্ড্রোক্রাইনোলজি বিশেষজ্ঞ ডা. লালা সৌরভ দাস, ইএনটি বিশেষঞ্জ ডা. আব্দুল হাফিজ শাফি, এনেস্থিসিয়া বিশেষজ্ঞ ডা. টিএম নাহিদুল আলম, গাইনী বিশেষজ্ঞ ডা. জামিনা আক্তার, ডা. সুমাইয়া খানম শিমু, ডা. রিতা আক্তার।


চিকিৎসা কার্যক্রমে সার্বিক সহযোগিতা করে সিওমেক মেডিসিন ক্লাবের ডা. সাফওয়ান ইসমাইল জীম, ডা. আসাদুল হক, মো. অহিদুল ইসলাম সিয়াম, শফি উল্লাহ জামি, সতেজ চাকমা। সিওমেক ছাত্রদলের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক  মিছবাহুর রহমান, প্রচার সম্পাদক জয় সংকর রায় চৌধুরী, সহ সংস্কৃতি সম্পাদক রাতুল হক অরিত্র প্রমূখ। সিলেট জেলা মহিলা দলের আয়োজনে দিনব্যাপী এই মেডিক্যাল ক্যাম্পে সহযোগিতা করেছে ড্যাবের সিওমেক শাখা, সিওমেক মেডিসিন ক্লাব ও সিওমেক ছাত্রদল।





 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ