মাসুম আহমদ
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের হবিবনগর এলাকায় জগন্নাথপুর ইসলামিক একাডেমির স্থায়ী ভবনের উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে একাডেমির ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পীরে কামিল আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী। উদ্বোধন শেষে একাডেমির হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী। জগন্নাথপুর ইসলামিক একাডেমির ফাউন্ডার চেয়ারম্যান মোঃ বশির উদ্দিনের সভাপতিত্বে ও একাডেমির অধ্যক্ষ মাওলানা নিজাম উদ্দিন জালালীর পরিচালনায়
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইকড়ছই সিনিয়র মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা ছমির উদ্দিন, আঞ্জুমানে আল ইসলাহ সুনামগঞ্জ জেলা সভাপতি অধ্যক্ষ তাজুল ইসলাম আলফাজ। অনুষ্ঠানে ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ড জগন্নাথপুরের সভাপতি হাফিজ নুরুল হক, আঞ্জুমানে আল ইসলাহ জগন্নাথপুর সেক্রেটারি সমছু মিয়া সজল, ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ড জগন্নাথপুরের সেক্রেটারি মাওলানা ইয়াহিয়া আলী, আঞ্জুমানে আল ইসলাহ জগন্নাথপুর পৌর শাখার সহ-সভাপতি হাফিজ আনোয়ার হোসেন, আঞ্জুমানে আল ইসলাহ জগন্নাথপুর উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল ইসলাম খান শিহাব, জগন্নাথপুর ইসলামিক একাডেমির পরিচালক ইলিয়াছ মিয়া, জিল্লুর রহমান, শিক্ষানুরাগী সাইফুল ইসলাম, তালামীযে ইসলামিয়া জগন্নাথপুর পশ্চিম শাখার সভাপতি মোঃ ইউনুছ আলী, সাংগঠনিক সম্পাদক মাসুদুল হাসান, যুগ্ম-সম্পাদক ইমরান আহমদ জিলানী সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে মিলাদ ও দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন পীরে কামিল আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী।