ঢাকা , শুক্রবার, ০৪ জুলাই ২০২৫ , ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বৈষম্য বিরোধী আন্দোলন থেকে আজকের জাতীয় নাগরিক পার্টি। বাংলাদেশের মানুষের নাগরিক হওয়ার যে লড়াই সেই লড়াইয়ের জন্য আমাদের এই নতুন দল -নাহিদ ইসলাম


আপডেট সময় : ২০২৫-০৭-০৩ ১৯:৪৫:২০
বৈষম্য বিরোধী আন্দোলন থেকে আজকের জাতীয় নাগরিক পার্টি। বাংলাদেশের মানুষের নাগরিক হওয়ার যে লড়াই সেই লড়াইয়ের জন্য আমাদের এই নতুন দল -নাহিদ ইসলাম বৈষম্য বিরোধী আন্দোলন থেকে আজকের জাতীয় নাগরিক পার্টি। বাংলাদেশের মানুষের নাগরিক হওয়ার যে লড়াই সেই লড়াইয়ের জন্য আমাদের এই নতুন দল -নাহিদ ইসলাম

 

মোঃ আকতারুজ্জামান দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি: 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যেভাবে আমাদের বিজয় হয়ে ছিল ঠিক সেভাবে সংসদেও আমাদের বিজয় অর্জিত হবে।


বৃহস্পতিবার (০৩ জুলাই) বিকাল সাড়ে চারটায় দেবীগঞ্জ পৌর সদরের বিজয় চত্বরে একটি পথসভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন।


নাহিদ ইসলাম বলেন, বৈষম্য বিরোধী আন্দোলন থেকে আজকের জাতীয় নাগরিক পার্টি। বাংলাদেশের মানুষের নাগরিক হওয়ার যে লড়াই সেই লড়াইয়ের জন্য আমাদের এই নতুন দল। দলটি নতুন হলেও আমাদের স্বপ্ন বড়। আমরা মানুষের গণ-অভ্যুত্থানে যে জীবন দান, রক্ত দান করেছেন তার ঋণ শোধ করতেই এই দল। গ্ৰামে-গঞ্জে, হাট-বাজারে এনসিপির বার্তা ছড়িয়ে দিবেন, মানুষের কথা শুনবেন। ইনশাআল্লাহ খুব শ্রীঘ্রই আমাদের বিজয় আসবে। 


তিনি বলেন, এখন দরকার আপনাদের সহযোগিতা, দোয়া ও সমর্থন। আপনাদের যে সমস্যা রয়েছে, যে আশা, আকাঙ্ক্ষা রয়েছে আমরা তার ভিত্তিতে কাজ করতে চাই। জাতীয় নাগরিক পার্টি গণ-অভ্যুত্থান থেকে তৈরি হওয়া দল, গণ মানুষের দল। আমরা শহর থেকে বের হয়ে গিয়েছি, আমরা উপজেলা, জেলা, গ্ৰাম-গঞ্জে সাধারন মানুষের সাথে মিশে যাব। আপনাদের দুঃখ দুর্দশার কথা শুনে তার ভিত্তিতে আমাদের ইশতেহার তৈরি করবো এবং সেই আলোকে আগামীর বাংলাদেশ পুনর্গঠন করবো।


নাহিদ ইসলাম বলেন, আজকে পঞ্চগড়ে এসেছি আগামীকাল ঠাকুরগাঁও যাব, আমরা পর্যায়ক্রমে ৬৪ জেলায় যাব। আমাদের এই কর্মসূচির নাম দেশ গড়তে জুলাই পদযাত্রা। এক বছর পার হয়ে আবার জুলাই মাস আসলো। এই জুলাই মাসে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছিলো ছাত্ররা। সেই ছাত্রদের আন্দোলনকে সম্মান জানিয়ে বৈষম্যবিহীন বাংলাদেশ গড়তে সারা বাংলাদেশে এই পদযাত্রা চলমান আছে, চলমান থাকবে। কোন বাঁধা বিপত্তি আমাদের আটকে রাখতে পারবে না।


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের সঞ্চালনায় পথসভায় আরও উপস্থিত ছিলেন, দলটির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক সাইফুল্লাহ হায়দার ও সহকারী মূখ্য সংগঠক রাসেল ইসলাম, দেবীগঞ্জ উপজেলা এনসিপির সমন্বয়ক মাসুদ পারভেজ প্রমুখ।


পথসভা শেষে দেবীগঞ্জ পৌরসভার করতোয়া সেতুর টোল প্লাজা সংলগ্ন এশিয়ান মহাসড়কের পাশে জাতীয় নাগরিক পার্টির অফিস উদ্বোধন করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এসময় তার সাথে দলের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

 

 


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ