মো: কোরবান আলী রিপন উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : বিএনপির উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি আয়োজিত “গণঅভ্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা” শীর্ষক আলোচনা সভা ও শহীদ পরিবারের সম্মানে বিশেষ অনুষ্ঠানে সিরাজগঞ্জ থেকে ১৫ জন বীর শহীদের পরিবারকে নিয়ে যোগদান করেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক ভিপি শামীম খান, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আলামিন খান, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের ধর্ম বিষয়ক সম্পাদক শাহাদাত হোসাইন জেলা বিএনপির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন।
এমন আইকনিক একটি অনুষ্ঠান আয়োজনের জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন ও আন্তরিক ধন্যবাদ।