রাজশাহী নগরীতে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার গ্রেফতার অপহরণকারী বিশাল
আপডেট সময় :
২০২৫-০৭-০৩ ০১:০০:২০
রাজশাহী নগরীতে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার গ্রেফতার অপহরণকারী বিশাল
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী নগরীতে ১৩ বছরের নাবালিকা স্কুল ছাত্রীকে অপহরণ মামলার মূলহোতা মোঃ বিশাল (২৩), নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার (১ জুলাই) বিকাল পৌনে ৫টায় নগরীর কাশিয়াডাঙ্গা থানার কাঠালবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মোঃ বিশাল, সে নগরীর কাশিয়াডাঙ্গা থানার কাঠালবাড়িয়া এলাকার মৃত আলমের ছেলে। বুধবার বিকালে র্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, অপহৃত স্কুল ছাত্রী রাজশাহী নগরীর কাটাখালী থানার চৌমহনী বালিকা উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেনীতে পড়ে। আত্মীয়তার সুবাদে ছাত্রীর বাড়ীতে নিয়মিত যাতায়াত করত আসামী বিশাল। বিভিন্ন সময়ে প্রেমের এবং কু-প্রস্তাব-সহ প্রায়ই উত্যক্ত করত তাকে। এরই ধারাবাহিকতায় গত (২৪ জুন), সকাল ৯টায় স্কুলে যাওয়ার পথে ২/৩ জনের সহযোগিতায় চৌমহনী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে স্কুল ছাত্রীকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে অজ্ঞাত স্থানে আটক রাখে।
এ ব্যপারে গত (২৬ জুন) কাটাখালী থানায় ছাত্রীর পিতা বাদী হয়ে অপহরণ আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পর পুলিশের পাশাপাশি র্যাব-৫, এর একটি অভিযানিক দল অপহৃত ছাত্রীকে উদ্ধার এবং অপহরণকারীদের গ্রেফতার অভিযান শুরু করে। অবশেষে মঙ্গলবার পৌনে ৫টায় নগরীর কাশিয়াডাঙ্গা থানার কাঠালবাড়িয়া এলাকা থেকে স্কুলছাত্রীকে উদ্ধার করা-সহ অপহরণের মূলহোতা বিশালকে গ্রেফতার করা হয়। এ ব্যপারে গ্রেফতার আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বুধবার সকালে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে কাটাখালী থানা পুলিশ।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স