কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে উপজেলা মাদক প্রতিরোধ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
উলিপুরের বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম বাদল আহ্বায়ক ও আবুল হাসনাত রাজিবকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়। মঙ্গলবার (১ জুলাই) বিকেলে কুড়িগ্রাম জেলা মাদক প্রতিরোধ কমিটির সদস্য সচিব অধ্যক্ষ আতিকুর রহমান সবুজের সুপারিশে জেলা কমিটির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবুর অনুমোদনে একটি চিঠির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
এর পূর্বে সোমবার (৩০ জুন) বিকেলে উলিপুর সাইফুল ইসলাম বাদলের ব্যবসা প্রতিষ্ঠানে শিক্ষক, সাংবাদিক ও ব্যবসায়ীদের নিয়ে মাদক বিরোধী একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মাদক প্রতিরোধ কমিটিতে অন্যান্যদের মধ্যে যুগ্ন আহ্বায়ক কামাল ইদ্রিস আমীন, হাফিজুর রহমান সেলিম, ছামিউল ইসলাম শামিম, গোলাম মর্তুজা মুকুল, আব্দুর রকীব সরকার, কায়ছার আলী খান, আলমগীর হোসেন, সাইফুল ইসলাম, ফারুক আহমেদ বাতেন, শফিকুজ্জামান, মাহমুদুল হাসান বিপুল, কামরুজ্জামান স্বাধীন।
সদস্যরা হলেন, সাজুদুল ইসলাম সুইট, রেজাউল করিম রাজু, মেহেদী হাসান মারুফ, ডাঃ আইনুল ইসলাম, সফিকুল ইসলাম, জসিম উদ্দিন, আসাদুজ্জামান আসাদ, দুলাল মিয়া, নূর আলম সরদার লিয়ন, জুম্মন হোসাইন, আবুল কালাম আজাদ, সোলায়মান ইসলাম নিরাশা, বায়েজিদ ইসলাম, মাহমুদুল হাসান কল্লোল, লিটন কুমার রায়, রবিউল ইসলাম, রোকনুজ্জামান মানু, আবেদ আলী, আলফা আহমেদ জয়, রিপন মিয়া, মজনুর রশীদ, রাকিবুল ইসলাম, আতাউর রহমান সবুজ, নুরুল হুদা প্রধান, জাহাঙ্গীর আলম প্লাবন, জয়নাল আবেদিন রানু
উপজেলা মাদক প্রতিরোধ কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম বাদল বলেন, এটি কোনো দলীয় সংগঠন নয়, এই সংগঠনের কাজ হবে মাদকের বিরুদ্ধে কাজ করা এবং যু্বসমাজকে কাজে লাগিয়ে মাদক মুক্ত একটি দেশ গড়া। তিনি আরো বলেন, পদ-পদবি কোনো বিষয় নয়, সমাজের ভালো কাজগুলো একজন সাধারণ সদস্য হয়েও করতে পারবেন এবং দায়িত্ব নিয়ে কাজ করার আহ্বান জানান।