ঢাকা , বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫ , ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ০২ জন আসামী র‌্যাব এর অভিযানে গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০৭-০২ ১৮:০৬:১৯
হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ০২ জন আসামী র‌্যাব এর অভিযানে গ্রেফতার। হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ০২ জন আসামী র‌্যাব এর অভিযানে গ্রেফতার।

 

নিজস্ব প্রতিবেদক : মুন্সিগঞ্জ সদরে গুলি করে মোশাররফ হোসেন হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ০২ জন আসামী র‌্যাব এর অভিযানে গ্রেফতার।


র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১ গত ০৫ আগষ্ট ২০২৪ তারিখ হতে অদ্যবধি দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে চাঞ্চল্যকর অপরাধী ১৩১ জন, আরসা সদস্য-১৫ জন, হত্যা মামলায় ১৪২ জন গ্রেফতার, ধর্ষণ মামলায় ৬০ জন গ্রেফতার, অস্ত্র সংক্রান্ত মামলায় ১৯ জন গ্রেফতারসহ ৯২ টি অস্ত্র, ১২৯৩ রাউন্ড গোলাবারুদ উদ্ধার এবং ৩৩৪ জন এর অধিক মাদক কারবারি গ্রেফতারসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে র‌্যাব-১১। পাশাপাশি ৫৪ জন অপহরণকারী গ্রেফতারসহ ৫৯ জন ভিকটিম উদ্ধার এবং ছিনতাইকারী ও ডাকাত ৬৬ জন, জেল পলাতক ৩৮ জন, প্রতারণার আসামী-১৩ জন সহ অন্যান্য অপরাধী প্রায় ৩৫০ জনকে গ্রেফতার করে আইনের আওতায় এনে র‌্যাব-১১ জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।


গত ইং ১০ আগস্ট ২০১০ তারিখে মুন্সিগঞ্জ জেলার সদর থানাধীন লিচুতলা বাস স্ট্যান্ড এলাকায় পারিবারিক কলহের জেরে মোশাররফ হোসেন (৪৮) গুলিবিদ্ধ হয়ে নিহতের ঘটনা ঘটে। উক্ত ঘটনার, পরিপ্রেক্ষিতে নিহতের মা হাজেরা বেগম (৭০) বাদী হয়ে মুন্সিগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং- ১৯, তারিখ ১১/০৮/২০১০ ইং, ধারা-৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০। মামলার বিচার কার্য শেষে বিজ্ঞ আদালত ০২ জন আসামীকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। পরবর্তীতে সাজাপ্রাপ্ত আসামীদের গ্রেফতারের উদ্দেশ্যে র‍্যাব-১১ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। ৩। ঘটনার সূত্র ও এজাহার পর্যালোচনায় জানা যায় যে, যাত্রাবাড়ী, ঢাকা নিবাসী নিহত মোশাররফ হোসেন (৪৮) দীর্ঘ দিন যাব গ্রীসে ব্যবসা করতেন।


গত ইং ০৯/০৮/২০১০ তারিখে সে বাংলাদেশে আসে এবং ইং ১০/০৮/২০১০ তারিখে মুন্সিগঞ্জের পাঁচঘরিয়া কান্দি তার শ^শুর বাড়ীতে বেড়াতে গিয়ে জানতে পারে যে, মোরাররফ হোসেনের সৎ ভাই বেলায়েত হোসেনের সাথে তার স্ত্রী রেশমা বেগম এর বিবাহ বহির্ভুত অবৈধ সম্পর্ক রয়েছে। এবিষয়ে স্বামী- স্ত্রীর মধ্যে মনোমালিন্য হলে একই তারিখ ১৮০০ ঘটিকার সময় তার নিজ বাড়ি (যাত্রাবাড়ী) ফেরত যাওয়ার জন্য লিচুতলা বাস স্ট্যান্ডে অবস্থান করে।


উক্ত সময়ে তার স্ত্রী রেশমা বেগম এবং তার পরকিয়া প্রেমিক বেলায়েত হোসেন পরস্পর যোগসাজসে পূর্ব পরিকল্পিতভাবে অজ্ঞাতনামা ০৪ জন ভাড়াটে সন্ত্রাসীদের দ্বারা ঘটনাস্থলে মোশাররফ হোসেনকে এলোপাথারীভাবে গুলি করে। উক্ত গুলি মোশাররফ হোসেনের পেটে বিদ্ধ হলে সে মাটিতে লুটিয়ে পড়ে। উপস্থিত জনতা এবং পুলিশের সহায়তায় চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।


উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে নিহতের মা হাজেরা বেগম (৭০) বাদী হয়ে মুন্সিগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং-১৯, তারিখ ১১/০৮/২০১০ ইং, ধারা-৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০। মামলার বিচার কার্য শেষে বিজ্ঞ আদালত ০২ জন আসামীকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। পরবর্তীতে সাজাপ্রাপ্ত আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ অভিযান শুরু করে।


পরবর্তীতে তথ্য প্রযুক্তির সাহায্যে এবং গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এবং র‌্যাব-১০, সিপিসি-১, যাত্রাবাড়ী,ঢাকা এর যৌথ অভিযানে ডিএমপি ঢাকার যাত্রাবাড়ী থানাধীন উত্তর যাত্রাবাড়ী বউবাজার এলাকা হতে ০১/০৭/২০২৫ ইং তারিখ ১৪০৫ ঘটিকায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ১। মোঃ বেলায়েত হোসেন (৪০), পিতা- মৃত আমির হোসেন, ২। রেশমা বেগম, স্বামী- মৃত মোশারেফ হোসেন, উভয় সাং-উত্তর যাত্রাবাড়ী, থানা- যাত্রাবাড়ী, ঢাকাদ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়।


গ্রেফতারকৃত আসামী’দ্বয়কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ডিএমপি ঢাকার যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।




 


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ