ঢাকা , বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫ , ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

কালীগঞ্জে মাদক মামলায় যুবকের ৭ দিনের কারাদণ্ড


আপডেট সময় : ২০২৫-০৭-০২ ১৭:২৭:৫০
কালীগঞ্জে মাদক মামলায় যুবকের ৭ দিনের কারাদণ্ড কালীগঞ্জে মাদক মামলায় যুবকের ৭ দিনের কারাদণ্ড


তৈয়বুর রহমান (কালীগঞ্জ) গাজীপুর : গাজীপুরের কালীগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেদী হাসান (২২) নামের এক যুবককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যায় এই দণ্ডাদেশ প্রদান করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ। দণ্ডপ্রাপ্ত মেহেদী হাসান কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের খৈকড়া গ্রামের মজিবুর রহমানের ছেলে। 


জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (৫) ধারায় দায়েরকৃত মামলায় মেহেদী হাসানকে দোষী সাব্যস্ত করে ভ্রাম্যমাণ আদালত এই সাজা প্রদান করেন। আদালতের নির্দেশে তার কাছ থেকে ১০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয় এবং সঙ্গে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড কার্যকর করা হয়। দণ্ডাদেশ কার্যকালে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানা পুলিশের এএসআই হুমায়ুন কবির এবং বেঞ্চ সহকারী মো. আলামিন ভূঁইয়া। 


এই আইনগত পদক্ষেপে স্থানীয় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন। তারা মাদক নির্মূলে প্রশাসনের এমন কঠোর অবস্থানকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও আরও কার্যকর ও কঠোর অভিযান পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করেন। 



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ