পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর জেলা যুবদলের নব গঠিত ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে পিরোজপুরের ভান্ডারিয়ায় এক আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে পিরোজপুর জেলা যুবদলের সাবেক কোষাদক্ষ ও ভান্ডারিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো: রফিকুল ইসলাম বাবু‘র নেতৃত্বে এ র্যালিটি আয়োজন করা হয়। র্যালিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের যুবদল এবং সাবেক ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার বাসস্ট্যান্ডের কালিমা চত্বরে গিয়ে শেষ হয়।
নেতাকর্মীরা বক্তৃতায় বলেন, আগামীতে ভান্ডারিয়া উপজেলা যুবদলের কমিটিতে যেন বিগত আন্দোলন-সংগ্রামে জেল-জুলুম, হামলা-মামলার শিকার ত্যাগী নেতাকর্মীদের অগ্রাধিকার দেওয়া হয়। পাশাপাশি মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত একটি কমিটি গঠনের দাবি জানান তারা।