ঢাকা , মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ , ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

যৌথ অভিযানে সেনা কল্যাণ সংস্থার মালামাল বহনকারী ট্রাকে চাঁদাবাজির ঘটনায় রুজুকৃত মামলার এজাহারনামীয় ০১ জন আসামী গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০৬-২৬ ২৩:১২:১৩
যৌথ অভিযানে সেনা কল্যাণ সংস্থার মালামাল বহনকারী ট্রাকে চাঁদাবাজির ঘটনায় রুজুকৃত মামলার এজাহারনামীয় ০১ জন আসামী গ্রেফতার। যৌথ অভিযানে সেনা কল্যাণ সংস্থার মালামাল বহনকারী ট্রাকে চাঁদাবাজির ঘটনায় রুজুকৃত মামলার এজাহারনামীয় ০১ জন আসামী গ্রেফতার।


নিজস্ব প্রতিবেদক : র‌্যাব-১৩ এবং র‌্যাব-৮ এর যৌথ অভিযানে সেনা কল্যাণ সংস্থার মালামাল বহনকারী ট্রাকে চাঁদাবাজির ঘটনায় রুজুকৃত মামলার এজাহারনামীয় ০১ জন আসামী গ্রেফতার।


'বাংলাদেশ আমার অহংকার', এই মূলমন্ত্রকে সামনে রেখে এলিট ফোর্সেস র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।


বাদীর দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায় যে, বর্ণিত মামলার বাদী সেনাবাহিনী দ্বারা পরিচালিত সেনা কল্যান সংস্থায় চাকুরী করেন। সেনা কল্যাণ সংস্থার আদেশে টেন্ডারে প্রাপ্ত বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড এর পরিত্যক্ত মালামাল সংগ্রহ করে দুইটি ট্রাক ভাড়া করে মালামালসহ ট্রাক নিয়ে ঢাকায় গমনের উদ্দেশ্যে দিনাজপুর জেলার পার্বতীপুর থানাধীন ৯ নং হামিদপুর ইউনিয়নের কালুপাড়া গ্রামস্থ মেসার্স এ এস ফিলিং স্টেশন সংলগ্ন ফুলবাড়ী টু রংপুরগামী আঞ্চলিক মহাসড়কের উপর পৌঁছালে এজাহারে বর্ণিত আসামীগণ ট্রাক দুইটি অবৈধভাবে আটক করে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে এবং ট্রাকের ড্রাইভার ও হেলপারদেরকে মারধর করে। পরবর্তীতে সেনাবাহিনী এবং র‍্যাবের যৌথটহল দল ঘটনাস্থলে পৌঁছে মামলার ১ নং এজাহারনামীয় আসামী মোঃ তারিকুল ইসলাম (৩১) কে আটক করে এবং চাঁদাবাজ গ্রুপের অন্যান্য সদস্যরা কৌশলে পালিয়ে যায়। উক্ত ঘটনার প্রেক্ষিতে মোঃ আরিফুল ইসলাম (৩৬) বাদী হয়ে দিনাজপুর জেলার পার্বতীপুর মডেল থানায় আসামীগণের বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন, যার মামলা নং-১৯/১২৯, তারিখ-৩০/০৫/২০২৫, ধারা-৩৪১/৩৮৪/৩৮৫/১০৯/৩৪ পেনাল কোড, ১৮৬০।


এরই প্রেক্ষিতে ইং ২৬/০৬/২০২৫ খ্রিঃ বিকাল ১৬.৩০ ঘটিকার সময় মামলার এজাহারনামীয় পলাতক আসামীর অবস্থান নির্ণয় করতঃ র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর এবং র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর এর চৌকস যৌথ আভিযানিক দল মাদারীপুর জেলার সদর থানাধীন অসমত অলি খাঁন ব্রীজের টোল প্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে এজাহারনামীয় ০২ নং আসামী মোঃ মফিজুল (৪৮), পিতা আব্দুল জলিল সিকদার, সাং- হোল্ডিং নং- ১৭৭, কলাবাগান বস্তি পুকুরপাড়া, বাউনিয়া বাঁধ, ব্লক ই, মিরপুর ১২১০, থানা-পল্লবী, জেলা- ঢাকা'কে গ্রেফতার করতে সক্ষম হয়।


পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।





 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ