ঢাকা , মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ , ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে মূল্যবান কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিসহ ৩ পাচারকারী গ্রেফতার


আপডেট সময় : ২০২৫-০৫-০৯ ১৩:৫০:১২
সিরাজগঞ্জে মূল্যবান কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিসহ ৩ পাচারকারী গ্রেফতার সিরাজগঞ্জে মূল্যবান কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিসহ ৩ পাচারকারী গ্রেফতার



মোঃ মাসুদ রেজা, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জে মহামূল্যবান কষ্টিপাথরের তৈরি বিষ্ণু মূর্তি উদ্ধারসহ ৩ জন পাচারকারীকে গ্রেফতার র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২।
শুক্রবার (০৯ মে) সকালে র‌্যাব-১২, সদর কোম্পানির কমান্ডার দীপংকর ঘোষ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।


প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ০৮ মে সন্ধ্যায় র‌্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল বগুড়া জেলার শেরপুর উপজেলার ১০নং শাহবন্দেগী ইউনিয়নের রাজবাড়ি মুকুন্দ গ্রামের মওলানা মোঃ আল-আমিন এর পুকুরের দক্ষিন পাশে অবস্থিত মাছের খাবারের টিনের ঘরে ভিতর হতে মহামূল্যবান কষ্টিপাথরের তৈরি বিষ্ণু মূর্তি উদ্ধারসহ ৩ জন পাচারকারীকে গ্রেফতার করেছে।


গ্রেফতারকৃত পাচারকারীরা হলেন, বগুড়া জেলার শেরপুর উপজেলার রাজবাড়ি মুকুন্দ গ্রামের মোঃ আঃ সালামের ছেলে মোঃ নাসিম উদ্দিন (২৮), মৃত আলিমুদ্দিন প্রামানিকের ছেলে মোঃ ফরিদ প্রামানিক (৩৫), ও একই উপজেলার আড়ং শাইল গ্রামের মৃত রইস উদ্দিনের ছেলে মোঃ বুলবুল আহাম্মেদ (৪০)।
র‌্যাব-১২ এর প্রাথমিক জিজ্ঞাসাবাদে, আসামিগণ মহামূল্যবান কষ্টিপাথরের তৈরি বিষ্ণু মূর্তি নিজ হেফাজতে রেখে বাংলাদেশ হইতে বিদেশে পাচারের কথা স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামিগণের বিরুদ্ধে বগুড়া জেলার শেরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ