ঢাকা , মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ , ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

কাউখালীতে ৪ গ্রামের মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ঝুঁকিপূর্ণ সাঁকো পারাপার হচ্ছে


আপডেট সময় : ২০২৫-০৫-০৩ ১৪:২২:৫০
কাউখালীতে ৪ গ্রামের মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ঝুঁকিপূর্ণ সাঁকো পারাপার হচ্ছে কাউখালীতে ৪ গ্রামের মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ঝুঁকিপূর্ণ সাঁকো পারাপার হচ্ছে

 
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি, পিরোজপুরের কাউখালীতে ঝুঁকিপূর্ণ সাঁকো জীবনের ঝুঁকি নিয়ে খালের এবার থেকে উপরে পারাপার হচ্ছে চার গ্রামের মানুষসহ অত্র এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থী ছাড়া বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। 

 
 উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের পূর্ব ফলইবুনিয়া গ্রামের মানিক হুজুরের বাড়ির সামনে পাঙ্গাসিয়া খালের পূর্ব দিকে এই ঝুঁকিপূর্ণ সাঁকোটি দীর্ঘদিন ধরে মেরামত না করার কারণে জীবনের ঝুঁকি নিয়ে চারটি গ্রামের হাজার হাজার মানুষ সহ অত্র এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি ছাত্র-ছাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে সাঁকোটি পারাপার হচ্ছে।


এই সাঁকোটি দিয়ে অত্র এলাকার জোলাগাতি মুসলিম আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, জোলাগাতি ফাজিল মাদ্রাসা, সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইউনিয়ন পরিষদ, ভূমি অফিস, কমিটি ক্লিনিক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে যাতায়াতের একমাত্র সহজ পথ হল উক্ত সাঁকোটি। সাঁকোটি খুবই ঝুঁকিপূর্ণ হওয়ায় অত্র এলাকার জনগণ অনেক দূর হেঁটে বিকল্প পথে যাতায়াত করতে বাধ্য হচ্ছে। এতে করে স্কুলগামী ছাত্র ছাত্রীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের যাতায়াতের সময় বেশি লাগছে।


স্কুলগামী শিক্ষার্থী মোহাম্মদ আরিফ, মেহেদী ও হাফিজা জানান, আমরা জীবনের ঝুঁকি নিয়ে এই সাঁকোটি পার হয়ে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হচ্ছে।


এলাকার ছাত্র অভিভাবক মাওলানা আব্দুল লতিফ ও হারুন রাঢ়ি বলেন, আমাদের কোমলমতি শিক্ষার্থীরা ঝুঁকির ভিতরে সাঁকো পারাপার হচ্ছে। এছাড়া নারী ও বয়স্ক ব্যক্তিদের পারাপারের খুবই সমস্যা হচ্ছে। 

 
স্থানীয় ইউপি সদস্য মনিরুজ্জামান বাদল ও রুবেল হোসেন জানান, সাঁকোটি খুবই ঝুঁকিপূর্ণ। যেকোনো সময় মারাত্মক দুর্ঘটনা ঘটে যেতে পারে। 


শিয়ালকাঠী ইউনিয়নের চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান জানান, এখানে একটি স্থায়ী ব্রিজ দরকার। আমাদের পরিষদের বরাদ্দ খুবই কম। আমরা উপজেলা সমন্বয়ে মিটিং সহ বিভিন্ন স্থানে যোগাযোগ রক্ষা করেও স্থায়ী কোন ব্রিজের নির্মাণের কাজে অগ্রসর হতে পারছি না। তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি।

 
ঝুঁকিপূর্ণ সাঁকোটি সম্পর্কে কাউখালী উপজেলা বিএনপির সদস্য সচিব সমাজসেবক এইচএম দ্বীন মোহাম্মদ বলেন, আমি সরেজমিনে সাঁকোটি দেখে এসেছি‌ ।ওই খালের উপরে একটি স্থায়ী ব্রিজ দরকার। এলাকার লোকজন খুবই ঝুঁকির ভিতরে সাঁকোটি ব্যবহার করছে। যেকোনো সময় দুর্ঘটনা ঘটে যেত পারে।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ